সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সরকার দেশব্যাপী সর্বস্তরের মানুষের জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে এরই মধ্যে সোশ্যাল হেলথ প্রটেকশন স্কিম নামের একটি কর্মপন্থা নির্ধারণ করেছে সরকার। এ স্কিমের আওতায় পর্যায়ক্রমে সব মানুষকেই স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসা হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থায়ন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বীমা কার্যক্রম নিশ্চিত হলে দেশে ধনী-গরিব সবারই প্রয়োজনমতো প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ...

